ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি বর্বর হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আকাশ ও স্থল অভিযানে হতাহতের এসব ঘটনা ঘটে। নিহতদের প্রায় অর্ধেকই উত্তরাঞ্চলের। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৩৪০ ছাড়িয়ে গেছে।

উত্তর গাজা অবরুদ্ধ করে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। কামাল আদওয়ান হাসপাতালে আবারও হামলা চালিয়েছে ইসারইল। চলমান অবরোধের কারণে উত্তর গাজার এক লাখ মানুষ খাদ্য, পানি ও ওষুধের চরম সংকটে ভুগছে। সেখানে উদ্ধার অভিযানেও বাধা দিচ্ছে ইসরাইলি বাহিনী।

এই অঞ্চলে হামাস পুনঃসংগঠিত হচ্ছে দাবি করে তাদের বাধা দেয়ার লক্ষ্যে ইসরাইলি সেনাবাহিনী সেখানে মাসব্যাপী অভিযান চালাচ্ছে। ফিলিস্তিনিরা এই হামলাকে জাতিগত নির্মূলকরণ হিসেবে অভিহিত করেছে।

তারা বলছে, গাজার উত্তরাঞ্চলীয় দুইটি শহর ও একটি শরণার্থী শিবির খালি করার উদ্দেশ্যে হামলাগুলো চালানো হচ্ছে।

তবে ইসরাইল এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তারা  সেখানে থেকে হামলা চালানো হামাস যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে।