গাজায় ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা প্রায় ২৬ হাজারে পৌঁছেছে। বর্বর এই হামলায় আহত হয়েছেন আরও ৬৪ হাজারেরও বেশি মানুষ। গেল ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় প্রাণ গেছে দুই শতাধিক ফিলিস্তিনির।
ফিলিস্তানের অবরুদ্ধ গাজা ভূখন্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য জানা গেছে। আজ (শুক্রবার) ২৬শে জানুয়ারি এক প্রতিবেদনে এটি নিশ্চিত করেছে বার্তাসংস্থা আনাদোলু।
ইসরাইলি হামলার পর থেকে গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে বাধার মুখে পড়ছে। এতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। অনেকের বেঁচে থাকা নির্ভর করছে এই ত্রাণের ওপর। তবে ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিরাও রেহাই পাচ্ছেন না ইসরাইলের বর্বর হামলা থেকে। আল জাজিরা জানিয়েছে, যুদ্ধ-বিধ্বস্ত গাজার উত্তরাঞ্চলে ত্রাণ নিতে যাওয়ার সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে শতাধিক মানুষ হতাহত হয়েছেন।
এদিকে গাজায় আগ্রাসন বন্ধে আবারও আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস। উপত্যকাটিতে ইসরাইলি হামলার ভয়াবহতার চিত্র তুলে ধরার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।