গণহত্যার বিরুদ্ধে বিশ্বের নানাপ্রান্তে ছড়িয়ে পড়েছে ইসরাইল বিরোধী বিক্ষোভ। আমেরিকা থেকে কানাডা, ফ্রান্স থেকে বিট্রেন সর্বত্র জোরালো হচ্ছে বিক্ষোভ। এবার গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে পথে নামল ইউরোপীয় ইউনিয়নের (EU) শতাধিক কর্মী। বুধবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান তারা। ইইউ কর্মীদের এই বিক্ষোভকে ‘নজিরবিহীন’ হিসেবে দেখছেন অনেকেই।

ব্রাসেলসে ইইউ কমিশনের সদর দপ্তরের সামনে ‘প্রতীকী মরদেহ’ নিয়ে প্রতিবাদ করেন অনেক কর্মী। ইইউ কর্মীদের এ আন্দোলনকে ‘নজিরবিহীন’ হিসেবে দেখছেন অনেকেই।

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে দেশে দেশে চলছে বিক্ষোভ। এবার সেই আন্দোলনে সংহতি জানালো ইউরোপীয় ইউনিয়নের শতাধিক কর্মী।

আন্দোলনকারীরা বলেন, গেল ৭ই অক্টোবর থেকে গাজায় একতরফাভাবে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরাইল।

ইউরোপীয় ইউনিয়নের এক কর্মী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশ নেয়ার মাধ্যমে এটুকু বলতে চাই, এই ইইউ ইন্সটিটিউশনেই মিলেমিশে আমরা কাজ করি। গাজায় যুদ্ধ বন্ধ ও সেখানকার মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষার বিষয়গুলোকে স্মরণ করিয়ে দিতেই আমরা পথে  নেমেছি।’

আরেক কর্মী বলেন, ‘কোনও দেশ বা রাজনৈতিক দলের পক্ষ হয়ে আমরা আজ সমাবেশে অংশ  নেইনি। আমরা নিরপেক্ষতা বজায় রেখেই ইইউর মূল্যবোধকে সামনে রেখে ফিলিস্তিনের শান্তিকামী মানুষের ওপর হামলার প্রতিবাদ জানাতে এসেছি।’

গত ৭ই অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরাইলি সেনাবাহিনী। এতে এখন পর্যন্তপ্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৭৮ হাজারেরও বেশি।