ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলের পর এবার দক্ষিণাঞ্চলেও বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। খান ইউনিস শহরের একটি আবাসিক এলাকায় ইসরাইলের বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই শিশু।

গাজার আল-শিফা হাসপাতালে অভিযান অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। সেখানে হাজার হাজার রোগী, চিকিৎসা কর্মী ও বাস্তুচ্যুত ফিলিস্তিনি আটকে আছে। জ্বালানি সংকটে আল-শিফায় চার শিশুসহ আরও ৪০ রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। উপত্যকাজুড়ে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

এদিকে, আমেরিকার চাপে পড়ে অবশেষে যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রতিদিন দুই ট্রাক জ্বালানি প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল।