ইসরাইলের সম্মতির পর এবার গাজা উপত্যকায় ২০ ট্রাক ত্রাণসহায়তা ঢুকতে দেওয়ার অনুমতি দিয়েছে মিসর। বুধবার দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সাথে ফোনালাপের পর এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে রাস্তা মেরামতের জন্য শুক্রবারের আগে সীমান্ত খোলা সম্ভব হবে না বলেও জানিয়েছেন তিনি।
জাতিসংঘ ও আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো বলছে, গাজায় এখন যে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে, তাতে করে এ ২০ ট্রাক ত্রাণসহায়তা দিয়ে ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব নয়। কারণ, গাজার ১০ লাখ উদ্বাস্তুর জন্য এখন প্রতিদিন অন্তত ১০০ ট্রাক ত্রাণসহায়তার প্রয়োজন।
ইসরাইলের সম্ভাব্য স্থল হামলার আশঙ্কায় বাস্তুহারাদের সরিয়ে নেওয়ার জন্য সতর্কতার পর গাজা থেকে বহু মানুষ দক্ষিণ অংশে মিশরের সীমান্তের রাফাহ ক্রসিংয়ের দিকে চলে গেছেন। সীমান্তটি খুলে দেওয়ার ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টা চালুর আলোচনা চলছিল কয়েকদিন ধরে।
গাজায় ত্রাণ পাঠানোর এখন একমাত্র পথ উপত্যকাটির দক্ষিণে অবস্থিত রাফাহ সীমান্ত। রাফাহ গাজার সর্ব দক্ষিণে অবস্থিত মিসরের সিনাই উপদ্বীপ-সংলগ্ন একটি সীমান্ত পথ। গাজা থেকে বের হওয়ার আরও দুটি সীমান্তপথ থাকলেও সেগুলো ইসরায়েল সীমান্তে এবং বর্তমানে পুরোপুরি বন্ধ।
এ কারণে রাফাহ সীমান্ত এখন অবরুদ্ধ গাজার বাসিন্দাদের উপত্যকা ছেড়ে পালানোর একমাত্র ভরসা। তবে ইসরাইল গাজায় হামলা শুরুর পর শরণার্থীর ঢলের শঙ্কায় সীমান্তটি বন্ধ করে দিয়েছে মিসর।