গত তিন মাসে গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ২৫০০০ ছাড়িয়েছে।  আহত হয়েছে ৬২ হাজার ৬৮১ জন। অনেক মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই সংখ্যা নিশ্চিত করেছে। তবে এখনও পর্যন্ত যুদ্ধ বন্ধের কোন আলামত নেই। জাতিসংঘের মতে এই যুদ্ধে নারী এবং শিশু নিহতের সংখ্যা বেশি।

গাজার মোট জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশ মানুষ এই যুদ্ধে তাদের বাসস্থান হারিয়েছে। যাদের বেশিরভাগই জাতিসংঘ পরিচালিত শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। যদিও সেখানেও হামলা করছে ইসরাইল।

সবশেষ গত ২৪ ঘণ্টায় ১৭৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদির।

ইসরাইলের অভ্যন্তরে ৭ই অক্টোবর হামাসের এক আচমকা হামলায় দেশটির ১২০০ নাগরিক নিহত হয়। যার বেশিরভাগই ছিল সাধারণ মানুষ। এছাড়াও প্রায় ২৫০ জনকে বন্দি করে নিয়ে আসে হামাস। এরপরই গাজায় হামলা চালায় ইসরাইল। যাতে নিহতের সংখ্যা ২৫০০০ ছাড়ালো।

যুদ্ধের শুরুতে তিন সপ্তাহ বিমান হামলা করে ইসরাইলের। এরপর শুরু করে স্থল অভিযান। বর্তমানে দক্ষিণ গাজার খান ইউনিসের শরণার্থী শিবিরে হামলা করছে দেশটি।