ইসরাইল ও হামাসের চলমান সংঘাতে ফিলিস্তিনে প্রতি ১০ মিনিটে একজন শিশু নিহত হচ্ছে, আহত হচ্ছে একজন শিশু। বুধবার (৮ই নভেম্বর) দেশটির শিশুদের নিরাপত্তা বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন এসব তথ্য জানায়।
এ ভয়াবহ পরিস্থিতি বন্ধে ইসরাইল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান সংস্থাটির পরিচালক জেসন লি। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ সম্মেলনে জানান, ইসরাইলি সেনাবাহিনী ১০ হাজার ২২ জন ফিলিস্তিনি হত্যা করেছে। নিহতের মধ্যে চার হাজার ১০৪ শিশু ও দুই হাজার ৬৪১ জন নারী। এছাড়া আহত হয়েছে ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি।
আল-কুদরা আরো বলেন, ধ্বংসস্তুপের নিচে প্রায় এক হাজার ৩০০ শিশু রয়েছে। গত কয়েক ঘণ্টায় ইসরাইলি যুদ্ধবিমান গাজা শহরের তিনটি হাসপাতালকে লক্ষ্যবস্তু করেছে। যার মধ্যে রয়েছে চক্ষু হাসপাতাল, মানসিক হাসপাতাল ও শিশু হাসপাতাল।
সংবাদমাধ্যম জানায়, গাজা উপত্যকায় জাতিসংঘের প্রাথমিক কাজগুলো সম্বন্বয় করে ইউএনআরডব্লিউএ। বর্তমানে বিদ্যালয়গুলোতে তারা ছয় লাখ ৭০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে আশ্রয় দিয়েছে। জানা গেছে, হামলা শুরুর পর থেকে সংস্থাটি অন্তত ৭০ জন কর্মীকে হারিয়েছে।