ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার প্রস্তাবিত এই খসড়া প্রস্তাবের ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র যে এই খসড়া প্রস্তাবে ভেটো দেবে তা আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল। যা বাস্তবে রূপ দিলো আমেরিকা। পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টিই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভাটদানে বিরত ছিল যুক্তরাজ্য।
নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পাঁচটি। স্থায়ী সদস্য দেশগুলোর কোন একটি যদি কোনো প্রস্তাবে ভেটো প্রয়োগ করে তা বাতিল হয়ে যায়। সে হিসেবে যুদ্ধবিরতির লক্ষ্যে নতুন খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর অর্থ হলো প্রস্তাবটি গৃহীত হবে না।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে এবার তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র ভেটো দিলো। বাইডেন প্রশাসন আগেই জানিয়েছিল, তারা ভেটো দেবে। তারা মনে করছে, এতে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং পণবন্দীদের মুক্তি নিয়ে যে আলোচনা চলছে, তাতে হস্তক্ষেপ করা হবে।
আরব দেশগুলো কয়েক মাস ধরেই গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। জাতিসঙ্ঘের ১৯৩টি দেশের মধ্যে বেশির ভাগ দেশই তাদের সমর্থন দিচ্ছে। ইসরাইলি হামলায় গাজায় ২৯ হাজারের বেশি লোক নিহত হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে এবারের যুদ্ধবিরতি প্রস্তাবটি আরব দেশগুলোর পক্ষ থেকে উত্থাপন করেছিল আলজেরিয়া। এই প্রস্তাবটি নিয়ে তিন সপ্তাহ ধরে আলোচনা চলছিল। যুক্তরাষ্ট্রের অনুরোধে প্রস্তাবটির ওপর ভোটাভুটি পেছানো হচ্ছিল। কিন্তু কাতার শনিবার জানায়, পণবন্দী এবং যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা চলছিল, তাতে কোনো অগ্রগতি হয়নি, হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। এই প্রেক্ষাপটে ভোটাভুটি আর দেরি না করার সিদ্ধান্ত নেয় আরব দেশগুলো।
যুক্তরাষ্ট্রের ভেটো প্রদানের পর কী হয়, তা দেখার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আরবরা প্রস্তাবটি জাতিসঙ্ঘ সাধারণ পরিষদেও নিয়ে যেতে পারে।