ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গাজা যুদ্ধ শেষ করার সময় এসেছে বলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তাগিদ দিয়েছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎকালে তাকে এ কথা বলেন কমলা। ইসরাইলের প্রধানমন্ত্রীর সাথে সঙ্গে প্রায় ৪০ মিনিটের বৈঠকে অকপট এবং গঠনমূলক আলোচনা করেছেন তিনি৷ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।এসময়  মিসেস হ্যারিস একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হ্যারিস আরও জানান, তিনি বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে তার ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করেছেন এবং তাকে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে। হ্যারিস বলেন, ‘ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে। এটি গুরুত্বপূর্ণ। গত নয় মাসে গাজায় যা ঘটেছে তা বিধ্বংসী। মৃত শিশুর ছবি দেখলাম এবং ক্ষুধার্ত মানুষ নিরাপত্তার জন্য পালিয়ে যাচ্ছে কীভাবে তা দেখছি। এই ট্র্যাজেডিগুলোর দিকে আমরা তাকাতে পারি না। ফলে আমরা চুপ থাকব না।’

ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে ‘প্রত্যাশাপূর্ণ’ কথা হয়েছে জানিয়ে হ্যারিস আরও বলেন, ‘যুদ্ধ বন্ধের সময় এসেছে এবং এমনভাবে শেষ করার সময় এসেছে যেখানে ইসরায়েল নিরাপদ থাকবে, সমস্ত জিম্মি মুক্তি পাবে, গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগের অবসান হবে এবং ফিলিস্তিনি জনগণ তাদের স্বাধীনতা, মর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রয়োগ করতে পারবে।’ গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের শাসক দল হামাস। ওই হামলায় ১২০০ মানুষের প্রাণহানি হয়। সে সময় আড়াই শ’র বেশি মানুষকে জিম্মি করা হয়।

ওই হামলার পরপরই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরাইল। এতে এখন পর্যন্ত প্রাণ গেছে ৩৯ হাজারের বেশি মানুষের। দুই পক্ষ যুদ্ধবিরতি নিয়ে বেশ কয়েকবার আলোচনার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত স্থায়ী কোনো সমাধান আসেনি।