গাজায় যুদ্ধবিরতি, বন্দিদের মুক্তি ও শান্তি পুনঃপ্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের উদ্যোগকে বাংলাদেশ সরকার সমর্থন করে। বৃহস্পতিবার (৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ত্রাণ সহায়তা অব্যাহত রাখার জন্য সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা যে ঐক্যমতে পৌঁছেছে, সেটিও বাংলাদেশ সমর্থন করে।

এতে আরও বলা হয়েছে, একটি যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ইসরাইলি দখলদার বাহিনীর অবিলম্বে এবং সম্পূর্ণ প্রত্যাহার অপরিহার্য। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে এই অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র কার্যকর পথ।
 
বিবৃতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়, একটি শান্তিপূর্ণ অর্জনের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা, সংঘাতের সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধের অবসানের জন্য সমর্থনের আহ্বান জানাই।
 
এছাড়া বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে অবিলম্বে জাতিসংঘে পূর্ণ সদস্যপদ দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতিও আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
গাজায় গত বছর ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। তাদের হামলায় এ পর্যন্ত সেখানে ৩৬ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন।