ফিলিস্তিনের গাজায় প্রাথমিকভাবে দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি কয়েকজন ফিলিস্তিনি ও ইসরাইলি বন্দি বিনিময়ের জন্য গাজায় দুইদিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন।

রোববার মিশরের প্রেসিডেন্ট বলেন, এই সময়ের মধ্যে হামাসের কাছে আটককৃত চারজন ইসরাইলি জিম্মিকে কিছু ফিলিস্তিনি বন্দির বিনিময়ে মুক্তি দেয়া হবে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেববউনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১০ দিনের মধ্যে আলোচনা শুরু করতে হবে। এর লক্ষ্য হবে একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জন।

মিশরের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইসরাইল বা হামাসের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য আসেনি।

মধ্যস্থতাকারী একটি সূত্র জানায়, নতুন প্রস্তাবগুলো হামাসের পর্যালোচনার সম্ভাবনা আছে। তবে, হামাসের অবস্থান হলো, যেকোনও সমঝোতায় যুদ্ধের সমাপ্তি ও ইসরাইলি বাহিনীকে গাজা থেকে প্রত্যাহার করতে হবে।

আর ইসরাইল আগে থেকেই বলে আসছে, হামাসকে সামরিক শক্তি এবং গাজায় শাসক হিসেবে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে।

যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর যুদ্ধের অবসানে আলোচনার নেতৃত্ব দিচ্ছে। যুদ্ধ থামাতে কাতারের রাজধানী দোহায় আবারও আলোচনায় বসেছে মধ্যস্থতাকারী দেশগুলো। কাতারের দোহায় চলমান আলোচনার লক্ষ্য হচ্ছে একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি এবং হামাসের কাছে আটক কয়েকজন জিম্মির বিনিময়ে ইসরাইলের হাতে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি।

এরআগেও, মধ্যস্থতাকারী দেশগুলোর মধ্যে দফায় দফায় আলোচনা হলেও গাজায় স্থায়ী যুদ্ধবিরতির নিয়ে কোনও সমাধন আসেনি।