ফিলিস্তিনের গাজার রাফা, দেইর এল-বালাহ এবং খান ইউনিসে রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। শনিবার রাফাতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১১ জন নিহত হন।
এর আগে সেইদিনই রাফাহ শহরের তাল আস-সুলতানের আল-হেলাল আল-ইমিরাতি হাসপাতালের পাশে ড্রোন হামলায় অন্তত ৫০ জন আহত হন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজায় এমন হামলাকে আপত্তিকর বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসাস। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও এক পোস্টে তিনি এসব লেখেন।
গত ৭ই অক্টোবরের পর থেকে ইসরাইল-হামাস সংঘাতে এ পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় কমপক্ষে ৩০ হাজার ৩২০ জন নিহত হয়েছেন । এবং আহত হয়েছেন ৭১ হাজারেও বেশি ফিলিস্তিনি।