আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-কুদস হাসপাতাল বোমা মেরে গুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে ইসরাইল। দ্রুতই হাসপাতালটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী।
তবে, চিকিৎসকরা বলছেন, হাসপাতাল থেকে রোগী সরিয়ে নেয়া অসম্ভব। এদিকে, গাজার জনগণের জন্য ত্রাণ সরবরাহে বাধা দেয়া একটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর। অন্যদিকে, চলমান সংঘাত নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আহ্বানে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বসবে।
কয়েকদিন আগে গাজা উপত্যকার আল-আহলি আরব নামের হাসপাতালে বিমান হামলা চালিয়ে ৫ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইল। এবার সেখানকার আল কুদস হাসপাতালে বোমা হামলার হুমকি দিয়ে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী। কিন্তু চিকিৎসকরা বলছেন, হাসপাতাল থেকে রোগী সরিয়ে নেয়া একেবারেই অসম্ভব।
এছাড়াও, ওই হাসপাতাল ভবনে আশ্রয় নিয়েছে প্রায় ১৪ হাজার বাস্তুচ্যুত মানুষ। সবার জীবন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। রোববার আল কুদস হাসপাতালের আশপাশের বেশ কিছু এলাকায় হয়েছে বোমাবর্ষণ। হাসপাতাল ভবনের বেশ কিছু জানালা ভেঙে গেছে। হাসপাতালটিতে হামলার হুমকি দেয়ায় উদ্বেগ প্রকাশ করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
অবরুদ্ধ গাজায় মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। ক্ষুধার্ত মানুষরা মরিয়া হয়ে ত্রাণকেন্দ্রলোতে ছুটছেন। রোববার পানি, খাদ্য ও ঔষধ নিয়ে ৩৩টি ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকেছে বলে জানিয়েছে রাফা সীমান্তের মুখপাত্র। যদিও, চাহিদার তুলনায় এই ত্রাণ খুবই সামান্য।
গাজার জনগণের জন্য ত্রাণ সরবরাহে বাধা দেয়া একটি যুদ্ধাপরাধ হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। রাফাহ সীমান্ত ক্রসিং পরিদর্শন করে তিনি বলেন, ইসরাইলকে অবশ্যই গাজাবাসীর জন্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০১৯ সাল থেকে গত ৪ বছরে বিশ্বজুড়ে সংঘাতে মোট যত শিশু নিহত হয়েছে তার চেয়ে গত তিন সপ্তাহে গাজায় বেশি শিশু নিহত হয়েছে। গত ৭ই অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, ইসরাইল থেকে ফ্লাইট আসছে এমন গুজবে রাশিয়ার মাখাচকালা বিমানবন্দরে দাঙ্গা চালিয়েছে ইসরাইলবিরোধী বিক্ষোভকারীরা। এর জেরে বন্ধ রাখা হয়েছে বিমানবন্দরটি। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে।