গাজা উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে পালিয়ে যাওয়ার সময় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় অন্তত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। তাঁরা সবাই ইসরাইলের হামলার ভয়ে উত্তর গাজা ছেড়ে নিরাপদ জায়গায় পালাচ্ছিলেন।

শুক্রবার (১৫ই অক্টোবর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

গতকাল শুক্রবার ফিলিস্তিনের উত্তর গাজার সব বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে পালাতে বলে ইসরাইল। এর পর থেকে ইসরাইলের হামলার ভয়ে উত্তর গাজা ছেড়ে নিরাপদ জায়গায় পালাচ্ছে ফিলিস্তিনিরা।

ওই হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিবিসি নিশ্চিত করেছে, সালাহ-আল-দিন রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় যানবাহনগুলোকে আগুনে পুড়ে যেতে দেখা যায়।

বিবিসি আরও জানায়, সম্ভবত তাদের ড্রাইভার এবং অনেক যাত্রী এখনও ভিতরে রয়েছে।

উল্লেখ্য, ৭ই অক্টোবর ইসরাইলের উপর হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। এদিন ভোরে ইসরাইলের দক্ষিণ সীমান্তের বেড়া ভেঙে সেখানে অনুপ্রবেশ করে শত শত হামাস যোদ্ধা।