গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে গেছে তিনটি ঝুট গুদাম। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত ৯টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, নছের মার্কেট এলাকায় একটি ঝুট গোডাউনে আগুন লাগে। পরে তা আরো কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো জানান, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।