গাজীপুরের কালিয়াকৈরে বাবা-মায়ের ঝগড়া থামাতে গিয়ে বাবার ছুরির আঘাতে নিহত হয়েছে ১৪ বছরের এক মেয়ে শিশু। বুধবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এস আই) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইয়াসমিন আক্তার বৃষ্টির (১৪) বাবা মোহাম্মদ বুলু মণ্ডলকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, বুলু মিয়া ও সুমা আক্তার দম্পতি বিকেলে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করছিলেন। এ সময় তাদের মেয়ে বৃষ্টি ঝগড়া করতে বারণ করে। একপর্যায়ে বাবা বুলু ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে মেয়ে বৃষ্টির গলায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে বুলু মিয়া ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কালিয়াকৈর থানার ওসি আবুল ফজল মোহাম্মদ বলেন, ‘বাবার হাতে মেয়েকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার নেই।’