গাজীপুরে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচির টানা সপ্তম দিনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে পোশাক শ্রমিকরা। দাবি আদায়ে শ্রমিকরা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

আজ সোমবার (৩০শে অক্টোবর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ভোগরা বাইপাস, চান্দনা চৌরাস্তাসহ বেশ কয়েকটি এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করে।

সকাল থেকে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাসের আশেপাশের এলাকায় আন্দোলনে নামে শ্রমিকরা। এসময় কয়েকটি কারখানা ভাঙচুর করে ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ গিয়ে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় উত্তেজিত শ্রমিকরা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারাফ হোসেন জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঢাকা-ময়মনসিংহ সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।