গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও দুইজন মারা গেছেন। তারা হলেন জহিরুল ও মোতালেব। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে।
রোববার (১৭ই মার্চ) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এরআগে, রোববার রাত আটটায় নার্গিস খাতুন নামে এক নারীর মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, নার্গিস খাতুনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।
বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ২১ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও সংকটাপন্ন।
গত ১৩ই মার্চ বিকেলে কালিয়াকৈরের কোনাবাড়ির তেলিরচালা টপস্টার এলাকায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ৩৬ জন দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।