গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৪ জনের মৃত্যু হলো।
আজ বুধবার সকালে ও মঙ্গলবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
নিহত ব্যক্তির নাম মশিউর রহমান (২২)। লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পারুলিয়া গ্রামের দিনমজুর হামিদুল হকের ছেলে তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, মশিউর রহমানের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, মশিউর এটিএস অ্যাপারেল্স গার্মেন্টের কর্মী ছিলেন। ঘটনার দিন তিনি কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পরে ওই দুর্ঘটনার শিকার হন।
গত ১৩ই মার্চ গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৬ জন দগ্ধ হন।