শ্বাসরুদ্ধকর ম্যাচে টটেনহ্যামকে হারিয়ে জোয়ান গাম্পার ট্রফি জিতেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় ৪-২ গোলে জয় পায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের ৯ মিনিট আগেও কাতালান ক্লাব ২-১ গোলে পিছিয়ে ছিল। কিন্তু ফেরান তোরেস সমতা ফেরান। ৯০তম মিনিটে আনসু ফাতি বার্সাকে এগিয়ে দেন। আব্দে এজ্জালজুলি স্টপেজ টাইমে করেন ৪-২।
এস্তাদি অলিম্পিক লুইস কম্পিনিওসে খেলার মাত্র তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। রাফিনহার বাড়ানো ক্রস জোড়ালো শটে জালে জড়ান রবার্ট লেভানডস্কি। শুরুতেই এগিয়ে যাওয়া বার্সা অবশ্য খুব বেশিক্ষণ লিড ধরে রাখার সুযোগ পায়নি। ২৪তম মিনিটে টটেনহ্যামের অলিভার স্কিপ ফেরান সমতা।
তারপর স্পার অধিনায়ক অলিভার স্কিপ প্রথমার্ধের আগে জোড়া গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন।
আগামী রবিবার গেটাফের মাঠে লা লিগা শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বার্সা। তার আগে প্রাক মৌসুমের পাঁচ ম্যাচে চতুর্থ জয় পেলো তারা।
মনজুইক অলিম্পিক স্টেডিয়ামে এটাই ছিল বার্সার প্রথম ম্যাচ। ন্যু ক্যাম্প সংস্কারের জন্য এই মাঠেই সাময়িকভাবে হোম ম্যাচ খেলবে কাতালানরা।
আগামী শনিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে শুরু হবে টটেনহ্যামের প্রিমিয়ার লিগ মৌসুম।