দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে সোমবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
সিএনএন, আল-জাজিরা সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় (রোববার) মধ্যরাতের দিকে আগুনের সূত্রপাত হয়। ওই এলাকার ১২ থেকে ১৮ বছর বয়সীরা এই স্কুলে লেখাপড়া করত।
দেশটির পাবলিক ইনফরমেশন অধিদপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে আমরা মাহদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর জানাতে এসেছি। আগুনে আমরা বেশ কয়েকজন ভালো মানুষকে হারিয়েছি। বর্তমানে মৃতের সংখ্যা ২০, আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় গায়ানার মাহদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২০ জনে। এছাড়াও আহত হয়েছে বেশ কয়েকজন।
জর্জটাউনের প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মাহদিয়াতে উদ্ধারকাজের জন্য ব্যক্তিগত এবং সামরিক বিমান পাঠানো হয়েছে।
তবে বিবৃতিতে, নিহতরা ছাত্র, শিক্ষক বা কর্মচারীদের সদস্য কিনা তা উল্লেখ করা হয়নি।
বিরোধী দলীয় সাংসদ নাতাশা সিং-লুইস, আগুন লাগার কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের বুঝতে হবে কীভাবে এই ভয়ঙ্কর এবং মারাত্মক ঘটনাটি ঘটেছে। এই ধরণের ট্র্যাজেডি যাতে আবার না ঘটে তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
গায়ানা, ৮ লক্ষ জনসংখ্যার একটি দেশ। এটি সাবেক ডাচ এবং ব্রিটিশ উপনিবেশ।