যারা ফেসবুক তথা সামাজিকমাধ্যম ব্যবহার করে গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ (সোমবার) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।
বিএনপিকে দমন করতেই পঞ্চগড়ের ঘটনা সরকার বিরোধী দলের উপর চাপাচ্ছে এমন অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের দল। জনগণ নিয়েই তারা চলে। আওয়ামী লীগ যেখানে নিরাপত্তার দায়িত্বে, সেখানে এমন কোন ঘটনা তারা কেন ঘটাবে? যারা যারা ঘটিয়েছে, তারা আড়ালে চলে যেতে বিভ্রান্তিকর খবর আপনাদের মাধ্যমে ছড়াচ্ছে।
রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে ২৫শে মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ বিষয়ে মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ২৬শে মার্চ সাভারে যাবেন। বিদেশি কূটনীতিকরাও সেখানে যাবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
দু’টি দিবস ঘিরে কোনো হুমকি নেই জানিয়ে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার কাছে হুমকির কোনো তথ্য নেই। তবে তথ্য থাকুক না-থাকুক, তারা ব্যবস্থা নিচ্ছে। সারা দেশের মানুষ যাতে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালন করতে পারেন, সেজন্য ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক মিনিটের জন্য সব ধরনের আলো বন্ধ করা হবে। রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে এই ব্ল্যাকআউট থাকবে। ২৫শে মার্চ রাতে আলোকসজ্জা হবে না, কিন্তু ২৬শে মার্চ আলোকসজ্জা থাকবে। হাসপাতাল আলোকসজ্জার বাইরে থাকবে।
প্রতিবারের মতো এবারও কারাগার, হাসপাতাল, এতিমখানা, শিশুপল্লীর মতো জায়গাগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।