শারদীয় দুর্গাপূজায় সাইবার জগতে গুজব ছড়িয়ে কেউ পার পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শুক্রবার (২০শে অক্টোবর) সকালে পুরান ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে এসে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশকে যারা মেনে নিতে পারেনি, বাংলাদেশের আদর্শ মেনে নিতে পারেনি, যারা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি, তাদের প্রেতাত্মারা এখনও রয়েছে। তারাই নানা ধরনের অঘটন ঘটাচ্ছে বা ঘটানোর চেষ্টা করছে। বঙ্গবন্ধুর প্রথম ঘোষণার কথাই ছিল অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ। তিনি যা বিশ্বাস করতেন তাই করে গিয়েছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুষ্কৃতিকারীরা যেন কোনও ধরনের প্রচেষ্টার প্রয়াস না পায়। সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীরা নয়, সংখ্যালঘু হচ্ছে যারা নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটায়। বঙ্গবন্ধুর আদর্শে আমরা চলছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাই বিশ্বাস করেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরাও সেটাই বিশ্বাস করি, সেভাবেই চলছে। আমরা যে অসাম্প্রদায়িক চেতনার কথা বলি আর এটা বিশ্বাস করি বলেই এগিয়ে যেতে পেরেছি।’