আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জেলা প্রশাসকদের মূখ্য ভূমিকা পালন করতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠ প্রশাসনকে সহায়তা করবে। আর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেয়ার আগে ভালোভাবে যাচাই বাছাই করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় ও শেষ দিনে আলাদা আলাদা বৈঠক শেষে তারা সাংবাদিকদের এসব জানান। সম্মেলনের শেষ দিনে নয়টি অধিবেশনে ১৯টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারা তাদের সঙ্গে বৈঠক করেন।

বিকেলে জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। তারা মাঠ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবে।

জেলা প্রশাসকদের সাথে বৈঠক করেছেন আইনমন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সভা শেষে আইনমন্ত্রী আনিসুল হক জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিয়ে যেন ভোগান্তি না হয় সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

অনলাইন, আইপিটিভি, ইউটিউবের মাধ্যমে যেন কোন গুজব ছড়াতে না পারে সে ব্যপারে মাঠ প্রশাসনকে সতর্ক করেছেনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। কাজের জন্য বিদেশগামী মানুষ গ্রামেগঞ্জে দালালদের হয়রানি ও প্রতারণার শিকার হন। দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে জেলা প্রশাসকদের পদক্ষেপ নিতে হবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

দিনের শুরুতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক হয়। এতে অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের তিনি জানান দেশ ও মানুষের প্রয়োজনের সামরিক বাহিনী সিভিল প্রশাসনের সাথে কাজ করবে।

সরকারের সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে।