প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় আঘাত হেনেছে ভারতের গুজরাট উপকূলে। রাজ্যটিতে ঝড়ের আঘাতে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া বিপর্যয়ের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৯৪০ গ্রাম। আকস্মিক বন্যা দেখা দিয়েছে বেশকিছু অঞ্চলে। শুক্রবার (১৬ই জুন) ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে এসব তথ্য।
গুজরাট রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের ফলে গুজরাটের বিভিন্ন স্থানে ৫২৪টিরও বেশি গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। এতে প্রায় ৯৪০টি গ্রামে বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভাবনগর জেলায় প্লাবিত উপত্যকায় আটকে থাকা ছাগলকে বাঁচাতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় ধীরে ধীরে দুর্বল হয়ে সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে। সন্ধ্যার দিকে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
গত ১০ দিনের বেশি সময় ধরে আরব সাগরে অবস্থানের পর অতিপ্রবল শক্তি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটের জখাউ বন্দরের স্থলভাগে আঘাত হানে ঘূর্ণিঝড় বিপর্যয়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৪০ কিলোমিটার। তবে কয়েক ঘণ্টা পর ঘূর্ণিঝড়টি শক্তি হারাতে শুরু করে। শুক্রবার রাত আড়াইটার দিকে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছিল।