গুজরাটের নাভসারি জেলায় স্থানীয় সময় শনিবার ভোরে বাসের সঙ্গে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।
স্থানীয় ও কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, আহমেদাবাদ থেকে ভালসাদের দিকে যাচ্ছিল একটি বাস। আর বিপরীত দিক থেকে আসছিল একটি এসইউভি গাড়ি। এসইউভিতে ৯ যাত্রী ছিলেন। শনিবার ভোররাতের দিকে এই এসইউভির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। কুয়াশার জন্য, নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।
দাবি করা হচ্ছে, গাড়িটি উল্টো দিকের লেন দিয়ে চলছিল। এর জেরেই দুর্ঘটনা ঘটে। গাড়িটি প্রথমে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এরপর সামনে থেকে আসা বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়।
পুলিশ জানিয়েছে, বাসের চাপায় টয়োটা ফরচুনার গাড়িতে থাকা ৯ জনের মধ্যে ৮ জনই মারা যান এবং বাসটির অন্তত ২৮ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১১ জনকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। তাদের সঙ্গে বাসচালককে হাসপাতালে নেয়া হলেও তিনি সেখানে মারা যান।
নবসারি জেলার পুলিশ সুপার ঋষিকেশ উপাধ্যায় জানিয়েছেন, টয়োটা ফরচুনারটি ভালসাদের দিক থেকেই সুরাটের দিকে যাচ্ছিল। গাড়িটিতে থাকা যাত্রীরা সবাই গুজরাটের আঁকেলেশ্বরের বাসিন্দা। তারা ভালসাদ থেকে তাদের নিজ জেলার দিকে যাচ্ছিলেন। তিনি আরও জানিয়েছেন, বাসযাত্রীরা সবাই ভালসাদের বাসিন্দা।
এদিকে দুর্ঘটনার পরপরই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। রাস্তার দুই পাশে যানবাহনের বিশাল লাইন তৈরি হয়। পরে পুলিশ এসে দুর্ঘটনার শিকার বাস ও টয়োটা ফরচুনার গাড়িটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।