রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর একটি চায়ের দোকানের ভেতর থেকে দুই জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ডিএমপির গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গুলশান-২ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা ওই চায়ের দোকানে কাজ করতো বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

নিহত দুইজনের মধ্যে রফিক নামে একজন ৬২ বছর এবং আরেকজন ১৫ বছরের তরুণ। রফিক ওই প্লটটি দেখাশোনার পাশাপাশি প্লটের মধ্যে চায়ের দোকানদারি করতো। আর সাব্বির চায়ের দোকানে কাজ করতো।

গত বৃহস্পতিবার থেকে চা দোকান বন্ধ ছিলো বলে জানায় স্থানীয়রা। পরিবারের সদস্যরা বলছেন, তিনদিন তাদের খোঁজ না পেয়ে শনিবার প্লটের মধ্যে প্রবেশ করলে তাদের মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহে কাজ শুরু করে। তবে, এলাকায় কারো সাথে পূর্ব শত্রুতা ছিলো কিনা তা বলতে পারেনি কেউ।

ওসি তৌহিদ আহমেদ বলেন, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।