রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে তৃতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টা থেকে সাততলা ভবনের বেসমেন্টে জমে থাকা পানি অপসারণ শুরু করেছেন তারা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ মেহেদি হাসান স্বপনকে উদ্ধারের ওপরই বেশি জোর দিচ্ছেন তারা। এছাড়া বেসমেন্টে অনেক পানি জমে থাকায় সেটিও নিষ্কাশনের চেষ্টা চালানো হচ্ছে। তবে স্বপনকে খুঁজে পাওয়ার পরই প্রাথমিকভাবে উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গত মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে একটি ৭তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও শতাধিক আহত হন। এদিকে গতকাল ধ্বংসস্তুপ থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুসা হায়দার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনের নিচতলায় একটি স্যানিটারি সামগ্রির দোকান, অন্য তলায় ব্র্যাক ব্যাংকের অফিস এবং সংলগ্ন একটি সাততলা ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো ভবন ধসে পড়েনি। এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ‘ভবনটি ঝুঁকিপূর্ণ’ লেখা ব্যানার টানিয়ে দিয়েছে।

ভয়াবহ এই বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তিনদিনের মধ্যে ঢাকার দু’টি ভবনে একই ধরনের বিস্ফোরণে নাশকতার সন্দেহ করছেন কেউ কেউ। তবে তেমন কোনো আলামত মেলেনি বলে পুলিশ জানিয়েছে। ফায়ার সার্ভিসের ধারণা, গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-অতিরিক্ত পরিচালক শাহজাহান শিকদার জানান, কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এছাড়া বিস্ফোরণের পর নাজুক অবস্থায় থাকা ভবনটি পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা। চার দশক আগে নির্মিত এই ভবন নির্মাণ থেকে শুরু করে সংস্কারে কোনো অনিয়ম ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি কমিটি হচ্ছে। বিধ্বস্ত ভবনটি নিয়ে কী করা হবে, সেই করণীয় নির্ধারণে আরেকটি কমিটি হয়েছে। রাজউকের পরিচালক (জোন-৫) মো. হামিদুল ইসলাম বুধবার ঘটনাস্থল পরিদর্শনের পর গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।