প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো সাড়ে ১৮ হাজার ছিন্নমূল পরিবার। এরমধ্যে ভোলার চরফ্যাশন উপজেলায় ১১শ’র বেশি পরিবারকে ঘর দেয়া হয়েছে। জমিসহ নিজের একটি ঘর হওয়ায় এখানকার প্রত্যেকটি আশ্রয়ণ প্রকল্পে ছিলো উৎসবের আমেজ। ভোলার চরফ্যাশন থেকে প্রতিবেদন।

চর কচ্ছপিয়ার এই আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেড়শো পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ঘর যারা পেয়েছেন তারা উচ্ছ্বসিত। স্থানীয় প্রশাসনের দেয়া লাল সবুজ শাড়ি ও পাঞ্জাবি পড়ে উপকারভোগীরা এসেছেন তাদের ঘর ও জায়গার দলিল গ্রহণ করতে। দেশের যে কয়টি আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত ছিলেন তাদের একটি এই চর কচ্ছপিয়া।

মোহাম্মদ মফিজ ও তার স্ত্রী চর কচ্ছপিয়া আশ্রয়ণ প্রকল্পের ৮০ নম্বর ঘরটি পেয়েছেন। উপার্জনক্ষম বড় ছেলে মারা যাওয়ায় খুব কষ্টেই দিন কাটছিলো ৫ জনের পরিবার মফিজের। ঘর পেয়ে সেই কষ্ট কমবে বলে জানান তিনি।

এই আশ্রয়ণ প্রকল্পের আশপাশের খাস জমিতে পুকুরগুলোও ব্যবহার করছেন সুবিধাভোগীরা। বিশুদ্ধ পানির জন্য স্থাপন করা হচ্ছে নলকূপ। আশেপাশে নির্মাণ করা হয়েছে স্কুল।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক জানিয়েছেন, উপকারভোগীদের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করে দেয়া হবে।