গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। বৃহস্পতিবার (২১শে  জুলাই) রাত পৌণে ১০টার দিকে উপজেলার কাঠামদরবস্ত এলাকায়  এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক।

তিনি বলেন, রাত সাড়ে ৯ টার দিকে নির্মাণ কাজের কংক্রিট মিক্সার গাড়ি নিয়ে কয়েকজন শ্রমিক রেল ক্রসিং করছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ শ্রমিক মারা যান। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহত এবং আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১৪ জনের মতো ছিলেন ওই ভটভটিতে। তারা সবাই শ্রমিক। ভটভটি রেললাইন পার হচ্ছিল। সে সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভটভটিকে ধাক্কা দিয়ে চলে যায়। ভটভটি ছিটকে পাশের খাদে পড়ে যায়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।