গোপালগঞ্জে বালু বোঝাই ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১৫জন। বৃহস্পতিবার (১৭ই নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন বাসের সুপার ভাইজার আশিক, তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে। নিহত অপর দু’জনের পরিচয় পাওয়া যায়নি। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের ওই পরিদর্শক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় বাসের সুপারভাইজার আশিকসহ ৩জন নিহত হয়। আহত হয় আরও ১৫ যাত্রী। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।