বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন বিল’ ২০২২ সংসদে পাস হয়েছে। বাংলাদেশ অয়েল, গ্যাস, এন্ড মিনারেল করপোরেশন অর্ডিন্যান্স’ ১৯৮৫ রহিতপূর্বক যুগোপযোগী করে নতুন এ আইন প্রণয়ন করা হয়েছে।
স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশনে বিলটি উত্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিলটির বিভিন্ন অংশে সংশোধনী চেয়ে বিরোধী দলের সদস্যরা আলোচনায় অংশ নেন। পরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী পাসের প্রস্তাব উত্থাপন করলে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
এদিকে, পয়েন্ট অব অর্ডারে পাল্টপাল্টি তর্কে জড়ান বিরোধী ও সরকার দলের সদস্যরা। বিএনপির সদস্য হারুন অর রশীদ বলেন, সরকার উন্নয়নের নামে জনভোগান্তি বাড়িয়ে চলেছে। বিএনপির সমাবেশ ঠেকাতে পরিবহন ধর্মঘটের মতো ঘটনা ঘটছে বলেও দাবি তার। জবাবে যোগযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা করতেই এ ধরনের কথা বলছেন, বিরোধী দলের সদস্যরা।