উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশকে গ্যাস বিতরণ সক্ষমতা বাড়াতে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। ওয়াশিংটনভিত্তিক দাতা সংস্থাটির প্রধান কার্যালয় থেকে শুক্রবার পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিশ্বব্যাংক জানায়, ঋণ সহায়তার এ অর্থ গ্যাস বিতরণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাসাবাড়ি ও শিল্প কারখানার গ্যাসের প্রিপ্রেইড মিটার বসাতে ব্যবহার করা যাবে।
‘গ্যাস সেক্টর ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট অ্যান্ড কার্বন অ্যাবাটমেন্ট প্রজেক্ট’ নামের প্রকল্পের আওতায় এ অর্থ দেয়ার কথা জানিয়েছে বিশ্বব্যাংক।
সংস্থাটি জানায়, প্রাকৃতিক গ্যাস বিতরণের যান্ত্রিক ত্রুটির জন্য বড় একটি অংশের অপচয় হচ্ছে। যা রোধ করতে নানা উদ্যোগ থাকবে এ প্রকল্পে। এ ছাড়া বাসাবাড়ি কিংবা শিল্প কারখানায় মিটারের অভাবে গ্যাসের একটি বড় অংশ অপব্যবহার হচ্ছে।
অনুমোদিত প্রকল্পের আওতায় ঢাকা ও রাজশাহীতে প্রায় ১২ লাখ প্রিপ্রেইড মিটার স্থাপন সম্ভব হবে। এর মধ্যে ঢাকা শহরে বসানো হবে প্রায় ১১ লাখ প্রিপ্রেইড মিটার।
বিশ্বব্যাংকের হিসেব বলছে, এর ফলে তিতাস গ্যাসের ঢাকা বিভাগের গ্রাহকদের মধ্যে প্রায় ৫৪ শতাংশ প্রিপ্রেইড মিটারের আওতায় আসবে।
এ ছাড়া প্রকল্পের আওতায় রাজশাহীতে ১ লাখ ২৮ হাজার প্রিপ্রেইড মিটার বসানোর কথাও জানানো হয়েছে। এ ছাড়া এর আওতায় ৫০টি শিল্প কারখানায় পাইলট প্রকল্প হিসেবে স্মার্ট মিটার বসানো হবে।
এতে এসব শিল্প কারখানায় গ্যাসের অপচয় রোধ হওয়ার পাশাপাশি সঠিক ব্যবহার বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিশ্বব্যাংক।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, ‘প্রকল্পটি বাংলাদেশের বাসাবাড়ি কিংবা শিল্প কারখানায় গ্যাসের অপচয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া গ্যাস লাইন লিকেজ হয়ে মিথেন গ্যাসের নিঃসরণসহ দুর্ঘটনা রোধেও প্রকল্পটি ভূমিকা রাখতে পারে।’