রাজধানীর ভাসানটেকের একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছে।

দগ্ধরা হলে- মেহেরুন্নেছা (৮০), সূর্য বানু (৩০), সুজন (৮), লামিয়া (৭), লিজা(১৮) এবং মো লিটন (৫২)।

ফায়ার সার্ভিস জানায় শুক্রবার (১২ এপ্রিল) ভোর রাত চারটার দিকে ভাসানটেকের নতুন বাজার কালভার্ট রোডের পশ্চিম ভাষানটেকের একটি বাসার একটি রুমে এই ঘটনাটি ঘটে। পরে দগ্ধ অবস্থায় ভোর পৌনে পাঁচটার দিকে তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।