গ্যাস সংকট কাটাতে পাইপলাইনে যে কাজগুলো আছে তা দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকের ব্রিফিংকালে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, অনেক জায়গায় গ্যাসের পাইপলাইনের কাজ চলছে। এসব কাজ দ্রুত শেষ করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

তিনি বলেন, বৈঠকে স্বায়ত্তশাসিত ও আধাসরকারি সব প্রতিষ্ঠান ও সংস্থার ব্যয় অর্থ মন্ত্রণালয়কে জানাতে হবে এমন নিয়ম করে সরকারি চাকরি সংশোধন আইন ২০২২ এর খসরা অনুমোদন চূড়ান্ত হয়েছে। এছাড়াও আলোচনা হয়েছে আরেকটা সাবমেরিন ক্যাবল করার বিষয়েও। বৈঠকে সাইবার নিরাপত্তার বিষয়ে আরও জোর দিতে বলা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বৈত করারোপন পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর, ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ সফর বিষয় মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

দায়িত্ব পালনকালে মানু‌ষের কথা চিন্তা ক‌রে দে‌শের কল্যা‌ণে কাজ ক‌রার চেষ্টা ক‌রে‌ছেন ব‌লে দা‌বি ক‌রে‌ন বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘মানুষের কথা চিন্তা করে, দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। কাজ করতে গিয়ে ভুলত্রুটি হয়েছে, দেশবাসীর কাছে অনুরোধ জানাই ক্ষমা করে দেয়ার।’