à¦à¦•à¦Ÿà¦¾ ঘর পেয়ে মানà§à¦· যখন হাসে তখন সব থেকে বেশি à¦à¦¾à¦²à§‹ লাগে জানিয়ে পà§à¦°à¦§à¦¾à¦¨à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা à¦à¦Ÿà¦¾à¦‡ তো চেয়েছিলেন।
মঙà§à¦—লবার (২৬ à¦à¦ªà§à¦°à¦¿à¦²) পà§à¦°à¦§à¦¾à¦¨à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€à¦° সরকারি বাসà¦à¦¬à¦¨ গণà¦à¦¬à¦¨ থেকে à¦à¦¿à¦¡à¦¿à¦“ কনফারেনà§à¦¸à§‡à¦° মাধà§à¦¯à¦®à§‡ আশà§à¦°à¦¯à¦¼à¦£-২ পà§à¦°à¦•à¦²à§à¦ªà§‡à¦° ঘর হসà§à¦¤à¦¾à¦¨à§à¦¤à¦° অনà§à¦·à§à¦ ানে তিনি ঠকথা বলেন।
শেখ হাসিনা বলেন, à¦à¦•à¦Ÿà¦¾ ঘর পেলে মানà§à¦·à§‡à¦° সব কিছৠপেয়ে যায়। আশà§à¦°à§Ÿà¦£ পà§à¦°à¦•à¦²à§à¦ªà§‡à¦° মাধà§à¦¯à¦®à§‡ অনেক বেদখল জমি উদà§à¦§à¦¾à¦° করা সমà§à¦à¦¬ হয়েছে। ঠজনà§à¦¯ পà§à¦°à¦•à¦²à§à¦ªà§‡à¦° সঙà§à¦—ে জড়িত সংশà§à¦²à¦¿à¦·à§à¦Ÿ সবাইকে ধনà§à¦¯à¦¬à¦¾à¦¦ জানান পà§à¦°à¦§à¦¾à¦¨à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€à¥¤
পà§à¦°à¦§à¦¾à¦¨à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ বলেন, আজকে ঈদের আগে আশà§à¦°à§Ÿà¦£ পà§à¦°à¦•à¦²à§à¦ªà§‡à¦° তৃতীয় পরà§à¦¯à¦¾à§Ÿà§‡ ৩২ হাজার ৯০৪ জনকে ঘর উপহার দিচà§à¦›à¦¿à¥¤ আমি বলবো, à¦à¦Ÿà¦¾ ঈদ উপহার।
শেখ হাসিনা বলেন, সবচেয়ে à¦à¦¾à¦²à§‹ লাগে ঘর পাওয়া মানà§à¦·à§‡à¦° মà§à¦–ের হাসি। জাতির পিতা তো দà§à¦ƒà¦–ী মানà§à¦·à§‡à¦° মà§à¦–েই হাসি ফোটাতে চেয়েছেন। à¦à¦‡ বাংলাদেশ যেন বিশà§à¦¬à§‡à¦° বà§à¦•à§‡ মাথা উà¦à¦šà§ করে দাà¦à§œà¦¾à¦¤à§‡ পারে, সে লকà§à¦·à§à¦¯à§‡ কাজ করছি। â€à¦‰à¦¨à§à¦¨à¦¤ সমৃদà§à¦§ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লকà§à¦·à§à¦¯à¥¤ যে জাতি রকà§à¦¤ দিয়ে দেশ সà§à¦¬à¦¾à¦§à§€à¦¨ করে, সে জাতি পিছিয়ে থাকতে পারে না।
তিনি বলেন, জাতির পিতা শেখ মà§à¦œà¦¿à¦¬ যখন যà§à¦¦à§à¦§à¦¬à¦¿à¦§à§à¦¬à¦¸à§à¦¤ বাংলাদেশকে গড়ে তà§à¦²à¦›à¦¿à¦²à§‡à¦¨, তার চলার পথ বাধাগà§à¦°à¦¸à§à¦¤ করতে অনেক চেষà§à¦Ÿà¦¾ হয়েছে। বাংলাদেশের অগà§à¦°à¦¯à¦¾à¦¤à§à¦°à¦¾ থামিয়ে দিতে তাকে তো সপরিবারে হতà§à¦¯à¦¾à¦‡ করলো। আমরা কিনà§à¦¤à§ খà§à¦¨à¦¿ দà§à¦·à§à¦•à§ƒà¦¤à¦•à¦¾à¦°à§€à¦¦à§‡à¦° মà§à¦–ে ছাই দিয়ে জাতির পিতার সà§à¦¬à¦ªà§à¦¨à§‡à¦° বাংলাদেশকে à¦à¦—িয়ে নিচà§à¦›à¦¿à¥¤
সরকার পà§à¦°à¦§à¦¾à¦¨ বলেন, আমি জানি, দà§à¦ƒà¦–ী মানà§à¦·à§‡à¦° মà§à¦–ের à¦à¦‡ হাসি দেখে আমার বাবার আতà§à¦® শানà§à¦¤à¦¿ পাবে। আপনারা দোয়া করবেন, à¦à¦‡ দà§à¦ƒà¦–ী মানà§à¦·à§‡à¦° পাশে দাà¦à§œà¦¾à¦¬à§‡à¦¨, তাদের মà§à¦–ে হাসি ফোটাবেন। à¦à¦Ÿà¦¾à¦‡ à¦à¦•à¦œà¦¨ রাজনীতিকের জীবনে সবচেয়ে বড় পাওয়া। টাকা-পয়সা কোনো কাজে আসবে না। করোনায় তো পà§à¦°à¦®à¦¾à¦£ পাইছেন। ধন, সমà§à¦ªà¦¦, অরà§à¦¥ কিছৠনা। সমà§à¦ªà¦¦à§‡à¦° পেছনে ছà§à¦Ÿà§‡ নিজেকে মানà§à¦·à§‡à¦° কাছে অসমà§à¦®à¦¾à¦¨à¦¿à¦¤ করার অরà§à¦¥ হয় না। বরং মানà§à¦·à§‡à¦° পাশে দাà¦à§œà¦¾à¦¤à§‡ পারলে সেটা বড় পাওয়া।
তিনি বলেন, আমরা আদরà§à¦¶ নিয়ে রাজনীতি করি। বাংলাদেশের মতো দেশ, যেখানে অনেক সীমাবদà§à¦§à¦¤à¦¾ আছে, যেখানে অনেক বড় দেশ কলà§à¦ªà¦¨à¦¾à¦“ করতে পারে না, আমরা কিনà§à¦¤à§ করেছি। করোনার টিকা থেকে শà§à¦°à§ করে সবকিছà§à¥¤ করোনার টিকা কেনার টাকা হিসেব শà§à¦§à§ তার করলে হবে না। à¦à¦Ÿà¦¾ দেওয়ার পà§à¦°à¦•à§à¦°à¦¿à¦¯à¦¼à¦¾à¦¯à¦¼ কত হাজার কোটি টাকা খরচ হয়েছে। আমরা কিনà§à¦¤à§ বিনা পয়সায় দিয়েছি। অনেক উনà§à¦¨à¦¤ দেশ à¦à¦Ÿà¦¾ দিতে পারে নাই। আমরা নিজের পায়ে দাà¦à§œà¦¾à¦¬à§‹à¥¤ কারো কাছে à¦à¦¿à¦•à§à¦·à¦¾ চেয়ে নয়। আতà§à¦®à¦®à¦°à§à¦¯à¦¾à¦¦à¦¾ নিয়ে বিশà§à¦¬à§‡ উনà§à¦¨à¦¤ সমৃদà§à¦§ জাতি হিসেবে আমরা চলবো।
পà§à¦°à¦§à¦¾à¦¨à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ বলেন, আজকে বার বার মনে পড়ছে আমার বাবার কথা। তিনি শà§à¦§à§ à¦à¦¾à¦¬à¦¤à§‡à¦¨, কীà¦à¦¾à¦¬à§‡ দেশের মানà§à¦· অনà§à¦¨, বসà§à¦¤à§à¦°, বাসসà§à¦¥à¦¾à¦¨ পাবে। কীà¦à¦¾à¦¬à§‡ তাদের à¦à¦¾à¦—à§à¦¯ পরিবরà§à¦¤à¦¨ হবে। জাতির পিতার পথ ধরে আমরা মানà§à¦·à§‡à¦° মà§à¦–ে হাসি ফà§à¦Ÿà¦¿à§Ÿà§‡à¦›à¦¿à¥¤ à¦à¦Ÿà¦¾ দেখে নিশà§à¦šà§Ÿà¦‡ জাতির পিতার আতà§à¦®à¦¾ শানà§à¦¤à¦¿ পাবে।
তিনি বলেন, আমরা চাই, বাংলাদেশ à¦à¦—িয়ে যাবে। জাতির পিতার সà§à¦¬à¦ªà§à¦¨à§‡à¦° বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। জাতির পিতা বঙà§à¦—বনà§à¦§à§ শেখ মà§à¦œà¦¿à¦¬ সবসময় বলতেন, ‘আমার দেশের পà§à¦°à¦¤à¦¿à¦Ÿà¦¿ মানà§à¦· খাদà§à¦¯ পাবে, আশà§à¦°à§Ÿ পাবে, উনà§à¦¨à¦¤ জীবনের অধিকারী হবে, à¦à¦‡ হচà§à¦›à§‡ আমার সà§à¦¬à¦ªà§à¦¨à¥¤â€™ জাতির পিতা সà§à¦¬à¦¾à¦§à§€à¦¨à¦¤à¦¾à¦° পর দেশের à¦à§‚মিহীন-গৃহহীন, ছিনà§à¦¨à¦®à§‚ল মানà§à¦·à§‡à¦° পà§à¦¨à¦°à§à¦¬à¦¾à¦¸à¦¨ কারà§à¦¯à¦•à§à¦°à¦® শà§à¦°à§ করেন। তিনি সংবিধানের ১৫(ক) অনà§à¦šà§à¦›à§‡à¦¦à§‡ দেশের পà§à¦°à¦¤à¦¿à¦Ÿà¦¿ নাগরিকের বাসসà§à¦¥à¦¾à¦¨ পাওয়ার অধিকারের বিষয়টি অনà§à¦¤à¦°à§à¦à§à¦•à§à¦¤ করেন।
শেখ হাসিনা বলেন, আমিও তার পদাঙà§à¦• অনà§à¦¸à¦°à¦£ করে কাজ করে যাচà§à¦›à¦¿à¥¤ কà§à¦·à§à¦ à§à¦°à§‹à¦—ী, তৃতীয় লিঙà§à¦—ের মানà§à¦·, পরিচà§à¦›à¦¨à§à¦¨à¦¤à¦¾à¦•à¦°à§à¦®à§€, চা শà§à¦°à¦®à¦¿à¦•, ছিনà§à¦¨à¦®à§‚লসহ সমাজের পà§à¦°à¦¤à¦¿à¦Ÿà¦¿ অবহেলিত à¦à§‚মিহীন ও গৃহহীনদের বসসà§à¦¥à¦¾à¦¨à§‡à¦° বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ করছি। à¦à¦Ÿà¦¾ জাতির পিতার আদরà§à¦¶à§‡à¦° আওয়ামী লীগের পà§à¦°à¦¤à¦¿à¦Ÿà¦¿ নেতাকরà§à¦®à§€à¦°à¦“ দায়িতà§à¦¬à¥¤
তিনি বলেন, সারাদেশে ৮ লাখের ওপর মানà§à¦· পেয়েছি, যারা ছিনà§à¦¨à¦®à§‚ল। আমরা পà§à¦°à¦¤à¦¿à¦Ÿà¦¿ মানà§à¦·à¦•à§‡ ঘরবাড়ি করে দেবো। শà§à¦§à§ খাস জমি নয়, জমি কিনেও ঘর করে দিচà§à¦›à¦¿ বিনামূলà§à¦¯à§‡à¥¤ জানি না পৃথিবীর কেউ à¦à¦‡ উদà§à¦¯à§‹à¦— নিয়েছে কি না। আমি জাতির পিতার আদরà§à¦¶à§‡à¦° করà§à¦®à§€, শà§à¦§à§ তার কনà§à¦¯à¦¾ নয়। আমরা বাংলাদেশের পà§à¦°à¦¤à¦¿à¦Ÿà¦¿ মানà§à¦·à§‡à¦° জনà§à¦¯ ঘরবাড়ি নিশà§à¦šà¦¿à¦¤ করবো।
আওয়ামী লীগের নেতাকরà§à¦®à§€à¦¦à§‡à¦° উদà§à¦¦à§‡à¦¶à§à¦¯ তিনি বলেন, করোনাà¦à¦¾à¦‡à¦°à¦¾à¦¸ মানà§à¦·à¦•à§‡ à¦à¦•à¦Ÿà¦¿ শিকà§à¦·à¦¾ দিয়ে গেছে যে, ধন-সমà§à¦ªà¦¦-অরà§à¦¥ à¦à¦—à§à¦²à§‹ কিছà§à¦‡ না। আর মরলে তো সব রেখেই যাবেন। কবরে কিছৠনিয়ে যেতে পারবেন না। কাজেই সমà§à¦ªà¦¦à§‡à¦° পিছে ছà§à¦Ÿà§‡ নিজেকে মানà§à¦·à§‡à¦° কাছে অসমà§à¦®à¦¾à¦¨à§‡à¦° জায়গায় রাখার কোনও মানে হয় না। বরং দà§à¦ƒà¦–ী মানà§à¦·à§‡à¦° পাশে দাà¦à§œà¦¿à§Ÿà§‡ à¦à¦•à¦œà¦¨ মানà§à¦·à§‡à¦° মà§à¦–ে হাসি ফোটানোর চেয়ে বড় কিছৠহতে পারে না। তাই বলছি দà§à¦¸à§à¦¥ মানà§à¦·à§‡à¦° পাশে দাà¦à§œà¦¾à¦¨à¥¤
পà§à¦°à¦§à¦¾à¦¨à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ বলেন, আপনারা জাতির পিতা বঙà§à¦—বনà§à¦§à§ শেখ মà§à¦œà¦¿à¦¬à§à¦° রহমানের আদরà§à¦¶à§‡ চলবেন। দà§à¦ƒà¦–ী, অসহায় মানà§à¦·à§‡à¦° পাশে দাà¦à§œà¦¾à¦¬à§‡à¦¨â€”à¦à¦Ÿà¦¾à¦‡ হচà§à¦›à§‡ জীবনের সবচেয়ে বড় পাওয়া। à¦à¦•à¦Ÿà¦¾ মানà§à¦·à¦•à§‡ যদি à¦à¦•à¦Ÿà§ আশà§à¦°à§Ÿ দেওয়া যায়, তার মà§à¦–ে হাসি ফোটানো যায়, তাহলে à¦à¦° চেয়ে বড় পাওয়া à¦à¦•à¦œà¦¨ রাজনীতিবিদের কাছে আর কিছৠহতে পারে না। à¦à¦Ÿà¦¾à¦‡ তো সবচেয়ে বড় পà§à¦°à¦¾à¦ªà§à¦¤à¦¿ হওয়া উচিত।
তিনি বলেন, অরà§à¦¥, বিতà§à¦¤, সমà§à¦ªà¦¦, টাকা-পয়সা কোনও কাজে লাগে না। করোনার পà§à¦°à¦•à§‹à¦ªà§‡à¦° সময় আমরা দেখেছি, হাজার হাজার কোটি টাকার মালিকেরও কিছৠকরার ছিল না। যারা বাংলাদেশে কোনোদিন চিকিৎসাই নেয়নি, তাদের à¦à¦–ানেই à¦à§à¦¯à¦¾à¦•à¦¸à¦¿à¦¨ নিতে হয়েছে। à¦à¦° আগে সরà§à¦¦à¦¿ কাশি হলেও তারা উড়ে চলে যেত বিদেশে চিকিৎসার জনà§à¦¯à¥¤
বরগà§à¦¨à¦¾ সদর উপজেলার আশà§à¦°à¦¾à¦¯à¦¼à¦£ পà§à¦°à¦•à¦²à§à¦ªà§‡à¦° বাড়ি পাওয়া তৃতীয় লিঙà§à¦—ের à¦à¦•à¦œà¦¨à§‡à¦° বকà§à¦¤à¦¬à§à¦¯ শোনেন পà§à¦°à¦§à¦¾à¦¨à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€à¥¤
ঠসময় শেখ হাসিনা বলেন, à¦à¦•à¦Ÿà¦¾ মানà§à¦· যখন জনà§à¦®à¦—à§à¦°à¦¹à¦£ করেন, আলà§à¦²à¦¾à¦¹ রাবà§à¦¬à§à¦² আলামিন কাকে কীà¦à¦¾à¦¬à§‡ জনà§à¦® দেবেন, কেউ বলতে পারেন না। তৃতীয় লিঙà§à¦—ের বলে কাউকে পরিবার থেকে বিচà§à¦›à¦¿à¦¨à§à¦¨ করে দেওয়া হবে à¦à¦Ÿà¦¾ কিনà§à¦¤à§ আমাদের ধরà§à¦®à§‡ বলা নেই। তারাও পরিবারেরই অংশ, পরিবারেরই à¦à¦•à¦œà¦¨à¥¤ à¦à¦¬à¦¿à¦·à§à¦¯à¦¤à§‡ à¦à¦®à¦¨ কোনও শিশৠজনà§à¦® নিলে সে পরিবার থেকে বিচà§à¦›à¦¿à¦¨à§à¦¨ হবে না। সে পরিবারের à¦à¦•à¦œà¦¨ হিসেবেই জীবনযাপন করবে।
তিনি বলেন, তৃতীয় লিঙà§à¦—ের হয়ে কেউ জনà§à¦® নিলে সে পরিবারের সমà§à¦ªà¦¦à§‡à¦° অংশও পাবে। ইসলাম ধরà§à¦®à§‡à¦“ বলা আছে, সে সমà§à¦ªà¦¦à§‡à¦° অংশ পাবে। কেউ যদি à¦à¦•à¦Ÿà§ মেয়েলি সà§à¦¬à¦à¦¾à¦¬à§‡à¦° হয় সে মেয়ের অংশ à¦à¦¬à¦‚ পà§à¦°à§à¦·à§‡à¦° মতো আচরণ হলে পà§à¦°à§à¦·à§‡à¦° অংশ পাবে; à¦à¦Ÿà¦¾ ধরà§à¦®à§€à§Ÿ নিরà§à¦¦à§‡à¦¶à¦¨à¦¾à¦“ আছে। আগামীতে কোনও সনà§à¦¤à¦¾à¦¨ à¦à¦à¦¾à¦¬à§‡ পরিবার থেকে বিচà§à¦›à¦¿à¦¨à§à¦¨ হবে না।
পà§à¦°à¦§à¦¾à¦¨à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ বলেন, ঠনিরà§à¦¦à§‡à¦¶à¦¨à¦¾ শà§à¦§à§ বরগà§à¦¨à¦¾à¦° জনà§à¦¯ নয়, সারাদেশের সবার জনà§à¦¯à¦‡à¥¤ à¦à¦Ÿà¦¾ সবার জনà§à¦¯à¦‡ আমি বলে যেতে চাই, à¦à¦Ÿà¦¾ আমাদের মনে রাখতে হবে তারা আমাদের পরিবারেরই à¦à¦•à¦œà¦¨à¥¤ কারণ আলà§à¦²à¦¾à¦¹à¦° সৃষà§à¦Ÿà¦¿à¦° উপর কারও হাত দেওয়ার অধিকার কারও নেই।
২০২১ সালের ২৩ জানà§à§Ÿà¦¾à¦°à¦¿ পà§à¦°à¦¥à¦® পরà§à¦¯à¦¾à§Ÿà§‡ ৬০ হাজার ১৯১টি ঘর, ২০ জà§à¦¨ ৫৩ হাজার ৩০০টি ঘর হসà§à¦¤à¦¾à¦¨à§à¦¤à¦° করা হয়েছে। পà§à¦°à¦¥à¦® ও দà§à¦¬à¦¿à¦¤à§€à§Ÿ পরà§à¦¯à¦¾à§Ÿà§‡ নিরà§à¦®à¦¿à¦¤ মোট ঘরের সংখà§à¦¯à¦¾ ১ লাখ ১ৠহাজার ৩২৯টি। তৃতীয় পরà§à¦¯à¦¾à§Ÿà§‡ নিরà§à¦®à¦¾à¦£à¦¾à¦§à§€à¦¨ à¦à¦•à¦• ঘরের সংখà§à¦¯à¦¾ ৬৫ হাজার ৬à§à§ªà¦Ÿà¦¿à¥¤ à¦à¦° মধà§à¦¯à§‡ আজ ৩২ হাজার ৯০৪টি হসà§à¦¤à¦¾à¦¨à§à¦¤à¦° হয়েছে।
জানা গেছে, মà§à¦œà¦¿à¦¬à¦¬à¦°à§à¦· উপলকà§à¦·à§‡ à¦à¦•à¦Ÿà¦¿ পরিবারও গৃহহীন ও à¦à§‚মিহীন থাকবে না— পà§à¦°à¦§à¦¾à¦¨à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ শেখ হাসিনার à¦à¦®à¦¨ ঘোষণার পর থেকে যাদের নিজসà§à¦¬ জমি নেই, ঘর নেই তাদের জমি ও ঘর দেওয়ার উদà§à¦¯à§‹à¦— নেওয়া হয়। পà§à¦°à¦§à¦¾à¦¨à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€à¦° কারà§à¦¯à¦¾à¦²à§Ÿ আশà§à¦°à§Ÿà¦£ পà§à¦°à¦•à¦²à§à¦ª-২ অধীনে à¦à¦‡ বাড়ি নিরà§à¦®à¦¾à¦£ করা হচà§à¦›à§‡à¥¤ à¦à¦¸à¦¬ ঘর নিরà§à¦®à¦¾à¦£ করা হচà§à¦›à§‡ সরকারি খাস জায়গা কিংবা দখল হওয়া জায়গা দখলমà§à¦•à§à¦¤ করে। ইতোমধà§à¦¯à§‡ দেশের আট বিà¦à¦¾à¦—ে বিপà§à¦² পরিমাণ বেদখল হওয়া সরকারি খাস জমি উদà§à¦§à¦¾à¦° করা হয়েছে। উদà§à¦§à¦¾à¦° করা à¦à¦‡ জমির মূলà§à¦¯ পà§à¦°à¦¾à§Ÿ ২ হাজার ৯৬ৠকোটি টাকা। কয়েকটি আশà§à¦°à§Ÿà¦£ পà§à¦°à¦•à¦²à§à¦ª ঘà§à¦°à§‡ দেখা গেছে, ঘরগà§à¦²à§‹ বেশ মজবà§à¦¤à¦à¦¾à¦¬à§‡ নিরà§à¦®à¦¾à¦£ করা হচà§à¦›à§‡à¥¤ ঘরসহ বাড়ি যাদের দেওয়া হবে, আগেই তাদের বলে দেওয়া হয়েছে। à¦à¦¤à§‡ করে ঘরগà§à¦²à§‹ সঠিক তদারকির সà§à¦¯à§‹à¦— পাচà§à¦›à§‡à¦¨ à¦à§‚মিহীনরা।