ঘানার রাজধানী আক্রায় সৈন্য নিয়োগের বাছাই কার্যক্রমের সময় আজ বুধবার পদদলিত হয়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানায়। আক্রা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে জানানো হয়, দুর্ভাগ্যজনক এ ঘটনায় ছয়জন চাকরিপ্রার্থীর প্রাণহানি ঘটেছে এবং আরও অনেকে আহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সকাল প্রায় ৬-২০ মিনিটের দিকে এল-ওয়াক স্পোর্টস স্টেডিয়ামের ফটকে বিপুল সংখ্যক প্রার্থী নিরাপত্তা বিধি ভঙ্গ করে ভেতরে ঢোকার চেষ্টা করলে হুড়োহুড়ির সৃষ্টি হয় এবং ঘটনাটি ঘটে। ঘানার সেনাবাহিনী সাধারণ সামরিক দায়িত্বের পাশাপাশি দেশটির পশ্চিমাঞ্চলে অবৈধ স্বর্ণখনি কার্যক্রম দমনেও কাজ করে থাকে।












