ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আগামীকাল মঙ্গলবার (২৫শে অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান আজ (সোমবার) এতথ্য জানিয়েছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করতে হবে। দুর্গত মানুষের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রয়োজীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হলো।

ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার (২৪শে অক্টোবর) সন্ধ্যার পর উপকূল অতিক্রম করতে শুরু করেছে। রাতে উপকূলের ১৩ জেলায় আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে।

রাতে আবহাওয়া অধিদপ্তর ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রবর্তী অংশ, অমাবস্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের দূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৮ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।