রাজধানীর চকবাজারের দেবীদাস লেনে প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নেভানোর পর গোডাউনের ভেতর থেকে ওই ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে চকবাজারে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। সোমবার (১৫ই আগস্ট) দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, চকবাজারের কামালবাগের দেবীদ্বার ঘাটের একটি হোটেলের রান্না ঘর থেকে আগুন প্লাস্টিকের গোডাউনে ছড়িয়ে যায়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, এখন পর্যন্ত আমরা ভবনের দুই তলা, তিন তলা ও চার তলায় অনুসন্ধান করে ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছি। এখনো ভবনের বিভিন্ন রুমে অনুসন্ধান চালানো হচ্ছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন বলেন, চকবাজার কামালবাগের দেবীদ্বার ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। দুপুর ১২টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।