চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦®à§‡ ফà§à¦Ÿà¦ªà¦¾à¦¤ দিয়ে হেà¦à¦Ÿà§‡ যাওয়ার সময় নালায় পড়ে à¦à¦¬à¦¾à¦° à¦à¦• শিশৠনিখোà¦à¦œ হয়েছে। শিশà§à¦Ÿà¦¿à¦° নাম মো. কমাল। গত ২৪ ঘণà§à¦Ÿà¦¾à§Ÿà¦“ তার অবসà§à¦¥à¦¾à¦¨ শনাকà§à¦¤ করা যায়নি। অবশà§à¦¯ বিষয়টি ২৪ ঘণà§à¦Ÿà¦¾ পর ফায়ার সারà§à¦à¦¿à¦¸à¦•à§‡ জানানো হয়।
সোমবার বিকাল ৪টার দিকে চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦®à§‡à¦° ষোলশহর à¦à¦²à¦¾à¦•à¦¾à§Ÿ মো. কমাল নামের ওই শিশৠনালায় পড়ে যায়। আর মঙà§à¦—লবার ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সারà§à¦à¦¿à¦¸à§‡à¦° করà§à¦®à§€à¦°à¦¾ শিশà§à¦Ÿà¦¿ উদà§à¦§à¦¾à¦°à§‡ কাজ শà§à¦°à§ করেছে।
সà§à¦¥à¦¾à¦¨à§€à§Ÿà¦°à¦¾ জানান, সোমবার বিকাল ৪টায় ফà§à¦Ÿà¦ªà¦¾à¦¤ দিয়ে যাওয়ার সময় রাকিব ও কামাল নামের দà§à¦‡ শিশৠনালায় পড়ে যায়। পরে রাকিব উপরে উঠে আসে। তবে কামাল উঠতে পারেনি। বিষয়টি নিখোà¦à¦œ শিশà§à¦° বাবাকে জানানো হয়। তার বাবা মানসিক à¦à¦¾à¦°à¦¸à¦¾à¦®à§à¦¯à¦¹à§€à¦¨ হওয়ায় ফায়ার সারà§à¦à¦¿à¦¸à¦•à§‡ খবর দিতে পারেনি।
চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦® ফায়ার সারà§à¦à¦¿à¦¸à§‡à¦° উপ-সহকারী পরিচালক ফরিদ উদà§à¦¦à¦¿à¦¨ চৌধà§à¦°à§€ গণমাধà§à¦¯à¦®à¦•à§‡ বলেন, মঙà§à¦—লবার বিকালে খবর পেয়ে আমরা ঘটনাসà§à¦¥à¦²à§‡ পৌà¦à¦›à§‡à¦›à¦¿à¥¤ আমাদের টিম ওই শিশà§à¦•à§‡ খোà¦à¦œà¦¾à¦–à§à¦à¦œà¦¿ করছে। কিনà§à¦¤à§ তাকে à¦à¦–নো খোà¦à¦œ পাওয়া যায়নি। à¦à¦•à¦Ÿà¦¿ ডà§à¦¬à§à¦°à¦¿ দলও কিছà§à¦•à§à¦·à¦£à§‡à¦° মধà§à¦¯à§‡ ঘটনাসà§à¦¥à¦²à§‡ পৌà¦à¦›à¦¾à¦¬à§‡à¥¤