চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় খুলনা দল। মাহমুদুল হাসান জয়ের ৫৯ এবং তামিম ইকবালের ৪৪ রানের পর শেষ দিকে ইয়াসির রাব্বির ১৭ বলের ৩৬ রানে ভর করে ৪ বল বাকি থাকতেই ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় খুলনা দল।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচের শুরুতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্সের ইয়াসির রাব্বি। ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানে ফেরেন চট্টগ্রামের ম্যাক্স ও ডাউড। এরপরের জুটি যোগ করে ৭০ রান। খুলনার ওয়াহাব রিয়াজের বোলিং তোপে ব্যাটসম্যানদের আসা যাওয়া ছিলো নিয়মিত। ব্যাট হাতে উসমান খান করেন ৪৫ রান। দলীয় ১৫৩ রানের মাথায় খুলনা একে একে হারায় তিনটি উইকেট। খুলনার হয়ে আফিফ হোসেন ৩৫, রুইলি ২৫ ও ফরহাদ রেজা করেন ২১ রান। নির্ধারিত ২০ ওভার শেষে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটের বিনিময়ে ১৫৭ রান।
জবাবে ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমেই বিনা রানে এক উকেট খোয়ায় খুলনা। তবে প্রথম উইকেট হারানোর পর সতর্ক ইনিংস খেলেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। খুলনার পক্ষে তামিম করেন ৪৪ ও মাহমুদুল হাসান জয় তোলেন ৫৯ রান। দলীয় ১০৪ ও ১০৯ রানে ফিরে যান তামিম ও মাহমুদুল। এরপর ইয়াসির আলীর ৩৬ রানে ভর করে ৭ উইকেট বাকি থাকতেই জয়ের বন্দরে সহজেই পৌঁছে যায় খুলনা।
খুলনার হয়ে ৪টি উইকেট তুলেছেন ওয়াহাব রিয়াজ। এছাড়া ২টি উইকেট তুলেছেন সাইফুদ্দীন আর একটি উইকেট নিয়েছেন আমাদ ভাট। চট্টগ্রামের হয়ে দুটি উইকেট তুলেছেন নিহাদুজ্জামান আর একটি উইকেট সংগ্রহ করেন শুভাগত হোম।