চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১৩ই জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার রাঙ্গুনিয়ার উত্তর পামরা গ্রামের কাজল বসাকের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৬৮), মা ললিতা বসাক (৫৭), স্ত্রী রাখি দে (৩৩), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে শায়ন্তী বসাক (৬)। এছাড়া খোকন বসাক আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিস জানায়, আগুনে বাড়িটির দু’টি সেমি পাকা ঘরের পুরোটাই পুরো গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে ঘরের ভেতর থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকায় কেউ ঘর থেকে বের হতে পারেননি। একই সাথে খোকন বসাক নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
আকৎসিক এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।