আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে স্মরণকালের সর্ববৃহৎ জনসভায় ১০ লাখ মানুষের জনসমাগম ঘটবে। আজ (শুক্রবার) চট্টগ্রামের পলোগ্রাউন্ডে পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মহাসমাবেশ রোববার। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করেছে। প্রধানমন্ত্রীর এই জনসভা উপলক্ষ্যে সকালে জনসভা স্থলের সার্বিক প্রস্তুতি দেখতে নগরীর পলোগ্রাউন্ড মাঠে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ভুমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
এসময় হানিফ বলেন, চট্টগ্রামের সমাবেশ থেকেই প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি, জাতীয় ও স্থানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দিকনির্দেশনামূলক বক্তব্য দিবেন।
তিনি বলেন, এদেশের মানুষ উন্নয়নের পক্ষে, এদেশের মানুষ অগ্রগতির পক্ষে, এদেশের মানুষ শান্তির পক্ষে। আর এগুলো নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর উপর বাংলাদেশের প্রতিটি মানুষের আস্থা আছে। সেই আস্থা ও ভালোবাসা নিয়ে আমরা আগামী দিনে আরো দেশকে উন্নয়ন অগ্রগতির ধারায় এগিয়ে নিয়ে যেতে পারব। সেই বার্তাই থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ থেকে।