পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে লাখো মানুষের অংশ গ্রহণে বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী জশনে জুলুস। দরবারে আলীয়া কাদেরিয়া ছিরিকোট শরীফের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ’র নেতৃত্ব আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে জুলুস শুরু হয়।

ইসলামের শেষ নবী হযরত মুহম্মদ (সা.) এর পৃথিবীতে আগমন এবং বিদায়ের দিনটি নানা আয়োজনে স্মরণ করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের অংশগ্রহণে ঐতিহ্যবাহী জশনে জুলুস অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ই সেপ্টেম্বর) সকাল ১০ টায় চট্টগ্রামের ষোলশহর হতে মিছিল বের করা হয়। ৫২তম জুলুসে নেতৃত্ব দেন আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবের শাহ। জুলুস বের করার আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

তাকবির, দরুদ, হামদ, নাথে রাসুল, গজল, জিকিরে মুখর ছিল জুলুস। লাখো মুসল্লি ঢল নামে মিছিলে।  বিবির হাট থেকে শুরু হয়ে মুরাদপুর ও জিইসি হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদ্িক্ষণ করে আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয় জুলুস। জুলুসকে ঘিরে নগরের বিভিন্ন সড়কে ভাসমান মেলা বসে।