চট্টগ্রাম মহানগরীর জামালখান এলাকায় দেয়াল ধসে আহত রণ চক্রবর্তী (৫৭) নামে আরো একজন মারা গেছে। বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রণ চক্রবর্তী চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশ গ্রামের মৌলভীর দোকান এলাকার দুলাল চক্রবর্তীর ছেলে। এনিয়ে দেয়াল ধসের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
এর আগে গতকাল বিকেল চারটার দিকে কোতোয়ালি থানাধীন জামাল খান এলাকায় সিকদার হোটেলের পাশে ওই দেয়াল ধসের ঘটনায় মো. জসিম (৪০) নামে আরেক যুবক মারা যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান,‘ জামাল খানের ভবনের দেয়াল ধসের ঘটনায় রণ চক্রবর্তী নামের আরেকজন মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।