চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦®à§‡ বইমেলার পাশ থেকে নিষিদà§à¦§ ঘোষিত জঙà§à¦—ি সংগঠন আনসার আল ইসলামের à¦à¦• সদসà§à¦¯à¦•à§‡ গà§à¦°à§‡à¦ªà§à¦¤à¦¾à¦° করেছে কাউনà§à¦Ÿà¦¾à¦° টেররিজম ইউনিট (সিটিটিসি)। মঙà§à¦—লবার দà§à¦ªà§à¦°à§‡ নগরীর à¦à¦® ঠআজিজ সà§à¦Ÿà§‡à¦¡à¦¿à§Ÿà¦¾à¦® সংলগà§à¦¨ সিজেকেà¦à¦¸ জামে মসজিদের সামনে থেকে তাকে গà§à¦°à§‡à¦ªà§à¦¤à¦¾à¦° করা হয়।
গà§à¦°à§‡à¦ªà§à¦¤à¦¾à¦° হওয়া জঙà§à¦—ি সদসà§à¦¯à§‡à¦° নাম মো. রà§à¦®à§‡à¦² (২০)। তিনি নরসিংদীর বেলাবো উপজেলার ইবà§à¦°à¦¾à¦¹à¦¿à¦®à¦ªà§à¦° গà§à¦°à¦¾à¦®à§‡à¦° কà§à¦¦à§à¦¦à§à¦¸ মিয়ার ছেলে। রà§à¦®à§‡à¦² চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦® নগরীর চানà§à¦¦à¦—াà¦à¦“ থানার বড়বাড়ি à¦à¦²à¦¾à¦•à¦¾à§Ÿ বসবাস করেন।
চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦® নগর পà§à¦²à¦¿à¦¶à§‡à¦° কাউনà§à¦Ÿà¦¾à¦° টেররিজম ইউনিটের অতিরিকà§à¦¤ উপ-কমিশনার আহমেদ পেয়ার বলেন, গত মঙà§à¦—লবার দà§à¦ªà§à¦°à§‡ নগরীর à¦à¦® ঠআজিজ সà§à¦Ÿà§‡à¦¡à¦¿à§Ÿà¦¾à¦® সংলগà§à¦¨ জিমনেশিয়াম পà§à¦°à¦¾à¦™à§à¦—ণে সিটি করপোরেশন আয়োজিত বইমেলার পাশের সিজেকেà¦à¦¸ জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। ঠঘটনায় মঙà§à¦—লবার রাতে চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦®à§‡à¦° কোতোয়ালি থানায় তার বিরà§à¦¦à§à¦§à§‡ সনà§à¦¤à§à¦°à¦¾à¦¸à¦¬à¦¿à¦°à§‹à¦§à§€ আইনের ৮, ৯ (৩), ১১ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, বইমেলা শà§à¦°à§à¦° পর থেকে à¦à¦•à¦Ÿà¦¿ চকà§à¦° সামাজিক যোগাযোগ মাধà§à¦¯à¦®à§‡ গà§à¦œà¦¬ ছড়াচà§à¦›à¦¿à¦²à¥¤ ঠজনà§à¦¯ বইমেলায় হামলার পরিকলà§à¦ªà¦¨à¦¾ ছিল রà§à¦®à§‡à¦²à§‡à¦°à¥¤ সেটা বাসà§à¦¤à¦¬à¦¾à§Ÿà¦¨ করতে গত মঙà§à¦—লবার দà§à¦ªà§à¦°à§‡ মেলার পাশে অবসà§à¦¥à¦¾à¦¨ করছিলেন তিনি। গোপন সংবাদের à¦à¦¿à¦¤à§à¦¤à¦¿à¦¤à§‡ ওই à¦à¦²à¦¾à¦•à¦¾ থেকে তাকে আটক করা হয়। ঠসময় রà§à¦®à§‡à¦²à§‡à¦° কাছ থেকে বেশকিছৠউগà§à¦°à¦¬à¦¾à¦¦à§€ ও জিহাদি বকà§à¦¤à¦¬à§à¦¯à¦¸à¦®à§à¦¬à¦²à¦¿à¦¤ পà§à¦°à¦šà¦¾à¦°à¦ªà¦¤à§à¦°, বà§à¦¯à¦¾à¦¨à¦¾à¦° জবà§à¦¦ করা হয়েছে।
মামলার à¦à¦œà¦¾à¦¹à¦¾à¦°à§‡ বলা হয়েছে, গà§à¦°à§‡à¦ªà§à¦¤à¦¾à¦°à§‡à¦° পর পà§à¦°à¦¾à¦¥à¦®à¦¿à¦• জিজà§à¦žà¦¾à¦¸à¦¾à¦¬à¦¾à¦¦à§‡ রà§à¦®à§‡à¦² জানিয়েছেন, তিনি নিষিদà§à¦§ ঘোষিত জঙà§à¦—ি সংগঠন আনসার আল ইসলামের সদসà§à¦¯à¥¤ ২১শে ফেবà§à¦°à§à§Ÿà¦¾à¦°à¦¿ পালনকারীরা তাগà§à¦¤ ( সীমা লঙà§à¦˜à¦¨à¦•à¦¾à¦°à§€)। ঠজনà§à¦¯ তাদের শাসà§à¦¤à¦¿ দেওয়ার জনà§à¦¯ বইমেলায় হামলার পরিকলà§à¦ªà¦¨à¦¾ করেন রà§à¦®à§‡à¦² ও তার সহযোগীরা। যা বাসà§à¦¤à¦¬à¦¾à§Ÿà¦¨ করতে ওই à¦à¦²à¦¾à¦•à¦¾à§Ÿ অবসà§à¦¥à¦¾à¦¨ করছিলেন তিনি। রà§à¦®à§‡à¦² ও তার সহযোগীরা আনসার আল ইসলামের মাধà§à¦¯à¦®à§‡ পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ িত গণতানà§à¦¤à§à¦°à¦¿à¦• সরকারকে উৎখাত করে শরীয়াহ ও খেলাফতà¦à¦¿à¦¤à§à¦¤à¦¿à¦• শাসন বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ কায়েম করতে চায়। তারা অপà§à¦°à¦šà¦²à¦¿à¦¤ অà§à¦¯à¦¾à¦ªà¦¸ বà§à¦¯à¦¬à¦¹à¦¾à¦° করে নিজেদের মধà§à¦¯à§‡ সংগঠনের সকল তথà§à¦¯ আদান পà§à¦°à¦¦à¦¾à¦¨ করে।