চট্টগ্রাম শহরের নিউমুরিং এলাকায় তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকে। আজ (সোমবার) রাতে পতেঙ্গার এশিয়াটিক লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. আজিজুল হক (৩০), মো. আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের হাসপাতালে আনায়নকারী আনোয়ার জানান, মেঘনা অয়েল এর সামনে তেলের রেল গাড়ি আসার সময় রেল কর্মী সিগন্যাল দিলে দ্রুতগামী বাস সিগন্যাল ভেঙ্গে সজোরে রেলে ইঞ্জিনকে ধাক্কা দেয়। এতে বাস উল্টে যায় এবং বাসের দুইযাত্রী ও এক রেলকর্মী গুরুতর আহত হয়। তাদেরকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ কর্তব্যরত কর্মকর্তা জানায়, নিহতদের লাশ কর্তব্যরত চিকিৎসক ইমারজেন্সি মর্গে প্রেরণ করেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।