রাতভর ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। সোমবার (২০শে জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নগরীতে সর্বোচ্চ ২৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এতে নগরীর বিভিন্ন দোকানপাট ও বাসাবাড়ির নিচে পানি উঠে। নগরীর চকবাজার, বহদ্দারহাট, বাদুরতলা, চান্দগাঁও আবাসিক এলাকা, হালিশহরসহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পাঁচলাইশ থানার কাতালগঞ্জে খান হাউসের নিচতলায় পানি ওঠার পর বিদ্যুৎস্পৃষ্টে দুইজন মারা গেছে।

কক্সবাজারে মহেশখালীতে টানা ভারি বৃষ্টিপাতে পাহাড় ধসে মারা গেছে এক শিুশু। ফেনীতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর ২টি স্থানে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। প¬াবিত হয়েছে ৫টি গ্রাম।