চট্টগ্রাম নগরীর পাহাড়তলি উত্তর সরাইপাড়া এলাকায় দুটি তিন তলা ভবন হেলে পড়েছে। আজ (মঙ্গলবার) বেলা ১২টার পর নগরীর উত্তর সরাইপাড়া এলাকায় ওই ভবন দুটি সামান্য হেলে পড়ার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, নগরীর চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় গয়না খালের পাড়ে পাইলিং এর কারণে বাড়ি দুটি সামান্য হেলে পড়েছে।
জানা গেছে, নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় গয়নার ছড়া খালে খননকাজ কাজ চলছিল। ড্রেনের পাইলিং করার সময় ভবনটির নিচের মাটি সরে যায়। তিনতলা বিশিষ্ট ওই ভবনটিতে ৬টি পরিবার বসবাস করে।
এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের অফিসার উদয়ন চাকমা বলেন, ‘তিনতলা একটি ভবন পাশের আরেকটি ভবনের সাথে সামান্য হেলে পড়েছে। ফলে দুই ভবনের মধ্যে যে ফাঁকা জায়গা থাকার কথা সেটি নেই। ’
বাসিন্দাদের সরিয়ে নেয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু আমাদের কোন এক্সপার্ট নেই তাই এ বিষয়ে ইঞ্জিনিয়ারিং টিম ঘটনাস্থলে এসে সিদ্ধান্ত দেবেন। তবে বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে পুলিশের পক্ষ থেকে সরিয়ে নেয়া হচ্ছে।’