চট্টগ্রাম টেস্টেও শ্রীলঙ্কার কাছে ১৯২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট ক্রিকেটের এই সিরিজে দুইটিতেই হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেল টাইগাররা।

চট্টগ্রামের সাগরিকায় আগে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ৫৩১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর আবার ব্যাটে নামে লঙ্কানরা। ৭ উইকেটে ১৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা। তাতে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১১ রানের। সেই লক্ষ্য তাড়ায় নেমে ৩১৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

সিলেটের মতো চট্টগ্রামেও বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ছিল ৫১১। এই অসম্ভব লক্ষ্যে বাংলাদেশকে গড়তে হতো রেকর্ড। যেখানে টাইগারদের ২১৫ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আগের দিনই ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। তাই পঞ্চম দিন দেখার ছিল প্রতিরোধটা কতক্ষণ স্থায়ী হয়। তবে সেই প্রতিরোধটা পুরো একটি সেশনও কাটল না।

৭ উইকেটে ২৬৮ রানে বুধবারের খেলা শুরু করেছিল স্বাগতিকরা। মেহেদী হাসান মিরাজ ৪৪ ও তাইজুল ইসলাম ১০ রানে অপরাজিত ছিলেন। মিরাজ ৬২ বলে হাফ সেঞ্চুরি করেন। তারপরই ভেঙে যায় ৩৮ রানের জুটি। তাইজুলকে কামিন্দু মেন্ডিস নিশান মাদুশকার ক্যাচ বানান। হাসান মাহুমদ ২৫ বলে ৬ রান করে থামেন লাহিরু কুমারার বলে। লঙ্কান পেসার তার চতুর্থ শিকার বানান খালেদ আহমেদকে। তাতেই প্রায় দুইশ রানের হার দেখতে হয় স্বাগতিকদের। মিরাজ ৮১ রানে অপরাজিত ছিলেন। তার ১১০ বলের ইনিংসে ছিল ১৪ চার।

শেষ ইনিংসে লাহিরু সর্বোচ্চ চার উইকেট নেন। কামিন্দু পান তিনটি উইকেট। প্রথম ইনিংসে ৯২ রানে অপরাজিত থেকে ম্যাচসেরাও হয়েছেন তিনি।